উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করা বোঝায়। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোন দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। উৎপাদন ক্ষেত্রে ভ‚মি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে সমন্বয় ঘটিয়ে উৎপাদন কার্য পরিচালনা করাকে সংগঠন বলা হয়। শিখনফল
উৎপাদনের ধারণা এবং উৎপাদনের সাথে উৎপাদকের সম্পর্ক
উৎপাদনের উপকরণসমূহ
সংগঠন ও এর বিকাশ
গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক
উৎপাদন ব্যয়ের ধারণা
প্রকাশ্য ব্যয় ও অপ্রকাশ্য ব্যয়
ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য
উৎপাদনশীল কর্মকাণ্ড এবং উদ্যোগ
ক্রমহ্রাসমান উৎপাদন বিধি
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি
উৎপাদন ও উৎপাদক : উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে। আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে।
উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকি করে সংগঠন। সব কিছু সংগঠন দক্ষতার সংগে তদারকি না করতে পারলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হবে না। একই ব্যক্তি সংগঠক এবং উৎপাদক হতে পারে।
উৎপাদনের উপকরণ : কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে।
উৎপাদনের উপকরণ মূলত চার ধরনের হয়। যেমন : ১. ভ‚মি, ২. শ্রম, ৩. মূলধন এবং ৪. সংগঠন।
সংগঠন ও তার বৈশিষ্ট্য : ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে সংগঠন বলে। সত্যিকার অর্থে সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রায় অসম্ভব। সংগঠনই হলো ব্যবসায়ের মৌলিক ও প্রধান বিষয়।
মোট উৎপাদন : বিভিন্ন উপকরণ নিয়োগের দ্বারা যে উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে।
গড় উৎপাদন : মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়।
প্রান্তিক উৎপাদন : এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের (অর্থাৎ শ্রম বা মূলধন) ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রাপ্তিক উৎপাদন বলে।
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি : উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন কৌশল ও অন্যান্য উপকরণ স্থির রেখে একটি উপকরণ বৃদ্ধির ফলে উৎপাদন প্রাথমিকভাবে ক্রমবর্ধমান হারে বাড়ে। একপর্যায়ে উপকরণটি বাড়ালে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপকরণ ব্যবহারের সাথে উৎপাদন বাড়ার এ নিয়মকে অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে।
উৎপাদন ব্যয় : উৎপাদন ব্যয় কেবল অর্থ ব্যয়ের মাধ্যমে নয় বরং মানসিক ত্যাগের মধ্যেও নিহিত। তাই আমরা আর্থিক উৎপাদন ব্যয় এবং প্রকৃত উৎপাদন ব্যয় চিহ্নিত করতে পারি। তদ্রুপ প্রকাশ্য ব্যয় এবং অ-প্রকাশ্য ব্যয়ের ধারণাও গুরুত্বপূর্ণ।
এটি আপনাকে সাহায্য করবে।