রাষ্ট্রনীতি বলতে রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিককে বোঝায়: এখন ‘রাজনীতি’ বলতে ব্যবহারিক রাজনীতি (Practical Politics) বা রাজনীতিক উদ্দেশ্য সিদ্ধির উপায় বা কলাকৌশলকে বোঝান হয়। পোলক রাষ্ট্রনীতিকে দুভাগে বিভক্ত করেছেন : (১) তত্ত্বগত রাজনীতি (Theoritical Politics) এবং ব্যবহারিক রাজনীতি (Practical Politics)। তত্ত্বগত রাজনীতিতে রাষ্ট্র, সরকার, আইন ও সংযুক্ত অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে তত্ত্বগত আলোচনা করা হয়। অপরদিকে ব্যবহারিক রাজনীতি হল রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক মাত্র। রাজনীতিক স্বার্থসিদ্ধির পন্থা-পদ্ধতি আলোচনাই ব্যবহারিক রাজনীতির অন্তর্ভুক্ত হয়। বস্তুতপক্ষে ব্যবহারিক রাজনীতি বলতে যা বোঝায় তা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাক্ষেত্র থেকে স্বতন্ত্র এবং সংকীর্ণ। শুধু রাজনীতি বলতে বর্তমানে এই ব্যবহারিক রাজনীতিকেই বোঝান হয়। বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে, এমনকি একই দেশে বিভিন্ন রাজনীতিক দলের মধ্যে ব্যবহারিক রাজনীতির পার্থক্য থাকে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত আলোচনা সকল দেশেই সমান গুরুত্বযুক্ত। তবে মতাদর্শগত বিচারে তত্ত্বগত আলোচনাতেও ভিন্ন ভিন্ন ঝোঁক দেখা যায়। ব্যবহারিক রাজনীতিতে অভিজ্ঞ ব্যক্তির রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত জ্ঞান নাও থাকতে পারে। ব্যবহারিক রাজনীতি ছাড়া তত্ত্বগত রাজনীতির বিষয়বস্তুও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত। সুতরাং রাজনীতির ধারণা অপেক্ষাকৃত সংকীর্ণ এবং রাষ্ট্রবিজ্ঞানের ধারণা অধিকতর ব্যাপক।
কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতির ধারণা ও অর্থের পরিবর্তন ঘটেছে। গিলক্রিস্ট (R.N. Gilchrist) তাঁর Principles of Political Science শীর্ষক গ্রন্থে আধুনিক অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনীতির ধারণা ব্যাখ্যা করেছেন। তাঁর অভিমত অনুযায়ী আধুনিককালে রাজনীতি বলতে সরকারের সাম্প্রতিক সমস্যাদিকে বোঝায়। এই সমস্ত সমস্যা আর্থনীতিক ও রাজনীতিক প্রকৃতির। রাজনীতিতে আগ্রহ বলতে সমকালীন সমস্যাদির ব্যাপারে আগ্রহকে বোঝায়। এক্ষেত্রে উদাহরণ হিসাবে কর ব্যবস্থা, শ্রমিকর্নীতি, আইন ও শাসনবিভাগের মধ্যে সম্পর্ক প্রভৃতি উল্লেখযোগ্য। গিলক্রিস্ট বলেছেন “Politics now a days refers to the current problems of the government which as often as not are more. economic in character and political in scientific sense. When we speak of a man as interested in Politics, we mean that he is interested in the current problems of the day, in tariff questions, in labour questions, in the relation of the executive to the legislative, in any question, in fact, which requires, or is supposed to require, the attention of the law makers of the country.” এ দিক থেকে বিচার করলে রাজনীতি যতটা না বিজ্ঞানমূলক, তার থেকে অধিক মানববিদ্যামূলক। নিজের দেশের রাজনীতিতে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তাদের রাজনীতিক বলা হয়। বর্তমানে রাজনীতি বিজ্ঞানমূলক।
here is your answer please mark me as a brainliest