Answer:
নারীশিক্ষাপ্রসারে প্রচেষ্টা: নারীশিক্ষা প্রসারে রাধাকান্ত দেব আন্তরিকভাবে আগ্রহী ছিলেন। 1812 খ্রিস্টাব্দে 'স্ত্রীশিক্ষা বিধায়ক' নামে একটি গ্রন্থ তিনি রচনাকরেন। এতে তিনি প্রমাণ করেন যে, নারীশিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয়। প্রাচীন ভারতেও হিন্দু নারীরা শিক্ষালাভ করত।
Author:
harveyhyrv
Rate an answer:
4পরে তিনি 1818 সালে কলকাতার স্কুলে সেক্রেটারি হন এবং তিনি সমস্ত ইতিহাসে স্ত্রী শিক্ষা নামক প্যামপ্লেট প্রকাশ করতে শুরু করেন, তিনি সতী প্রথাকে রক্ষা করার আগে অনেক লোকের বিরুদ্ধাচরণ ছিল এবং সতী প্রথার বিরুদ্ধে অনেকেই তাকে অপছন্দ করতেন।
সতীদাহ প্রথা মূলত আগে ব্যবহার করা হত যখন একজন স্বামী মারা যান তার স্ত্রী তার অন্ত্যেষ্টিক্রিয়ায় জীবিতভাবে যোগ দিতেন।
Author:
mickeyh7xl
Rate an answer:
8