Answer:
কোন আমলযোগ্য অপরাধের সংবাধ প্রাপ্তির পর বা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশ পাবার পর তদন্তকারী পুলিশ কর্মকর্তা অপরাধের তদন্ত শুরু করেন। উক্ত তদন্তের পর পুলিশ অফিসার ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারার বিধান অনুসারে আদালতে একটি প্রতিবেদন পেশ করেন। প্রাথমিকভাবে যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে আসামীর বিরুদ্ধে আদালতে যে প্রতিবেদন প্রদান করা হয় তাকে অভিযোগ পত্র বা চার্জশিট বলা হয়। অভিযোগপত্রে আসামীদের ও সাক্ষীদের নাম, ঠিকানা, অপরাধের প্রকৃতি, ধৃত ও পলাতক আসামীর সংখ্যা, আসামী অন্য আরো কোন মামলার সাথে জড়িত আছে কি না ইত্যাদির উল্লেখ থাকে। অর্থাৎ অভিযোগপত্রে মামলার সাথে আসামীকে জড়িয়ে বা আসামীর সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমান প্রদান করা হয়
Explanation:
Hope it will help you... please mark me as brainliest..