Subject:
BiologyAuthor:
evelynstewartCreated:
1 year agoAnswer:
অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র বা অন্তঃক্ষরা তন্ত্র (ইংরেজি: endocrine system) হচ্ছে রাসায়নিক বার্তাবহনের একটি অবস্থা, যা হরমোন তৈরীকারক গ্রন্থি দিয়ে গঠিত। মানবদেহে প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড, অ্যাড্রেনাল গ্রন্থি। ভার্টিব্রাটায়, হাইপোথ্যালামাস অন্তঃক্ষরাতন্ত্রে সকল কাজ নিয়ন্ত্রণ করে।[১]
পরিচ্ছেদসমূহ
১ অন্তঃক্ষরা গ্রন্থি এবং পরিচিত ক্ষরিত হরমোন
১.১ হাইপোথ্যালামাস
১.২ পিনিয়াল বডি (এপিফাইসিস)
১.৩ পিট্যুইটারি গ্রন্থি (হাইপোফাইসিস)
১.৩.১ অগ্র পিটুইটারি লোব (অ্যাডেনোহাইপোফাইসিস)
১.৩.২ পশ্চাৎ পিটুইটারিলোব (নিউরোহাইপোফাইসিস
১.৪ থাইরয়েড
১.৫ বৃক্ক
১.৬ অ্যাড্রেনাল গ্রন্থি
১.৬.১ অ্যাড্রেনাল কর্টেক্স
১.৬.২ অ্যাড্রেনাল মেডুলা
১.৭ পৌষ্টিক তন্ত্র
১.৭.১ পাকস্থলী
১.৭.২ ডুওডেনাম
১.৭.৩ যকৃৎ
১.৭.৪ অগ্ন্যাশয়
১.৮ প্রজনন
১.৮.১ শুক্রাশয়
১.৮.২ ওভারিয়ান ফলিকল এবং কর্পাস লুটিয়াম
১.৮.৩ অমরা ( যখন গর্ভধারণ হয়)
১.৮.৪ জরায়ু ( যখন গর্ভধারণ হয়)
১.৯ ক্যালসিয়াম নিয়ন্ত্রণ
১.৯.১ প্যারাথাইরয়েড
১.৯.২ ত্বক
২ লক্ষ্যস্থল
২.১ হৃৎপিণ্ড
২.২ অস্থি মজ্জা
২.২.১ ঐচ্ছিক পেশি
২.৩ অ্যাডিপোস টিস্যু
৩ তথ্যসূত্র
অন্তঃক্ষরা গ্রন্থি এবং পরিচিত ক্ষরিত হরমোন
Author:
tessdp4m
Rate an answer:
7