হাততালি পড়তে লাগল। (সাত) হারান মাস্টার তখন বলিলেন--আচ্ছা বল দেখি এর মানে কি— 'Hons of a Dilemma? সৌভাগ্যক্রমে ব্রজ মাস্টার এই কূট প্রশ্নের অর্থ অবগত ছিলেন। তিনি বুক ফুলাইয়া সহাস্য বদনে বলিলেন–এর মানে ‘উভয়সঙ্কট'–কেমন কিনা? –পেরেছে—আমাদের মাস্টার পেরেছে। বলিয়া গোঁসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করিয়া দিল। দলপতিগণ অনেক কষ্টে তাহাদের থামাইলেন। তখন ব্রজ মাস্টারের জিজ্ঞাসার পালা আসিল। ব্রজ মাস্টার উঠিয়া দাঁড়াইয়া কহিলেন—শােন হারানবাবু, আমি তােমায় কোনও কঠিন প্রশ্ন করতে চাইনে, বরং খুব সহজ দেখেই একটা জিজ্ঞাসা করব। এ অঞ্চলে, মনে কর, তুমি আর আমি এই দুইজনে ইংরেজি শিস আছি। একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে তােমায় ঠকিয়ে দেব সেটা আমার মনঃপুত নয় , আচ্ছা খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করি, বেশ হেঁকে উত্তর দাও, যাতে দুই গ্রামের সকলে শুনতে পায়। আচ্ছা এর মানে কী বল দেখি—l don't knowহারান মাস্টার উচ্চস্বরে বলিলেন- 'আমি জানি না। [ মাস্টার মহাশয়-প্রভাতকুমার মুখােপাধ্যায়)। • উপরিউক্ত গদ্যাংশটি পড়ে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : প্রশ্ন : কে ০১। নির্দেশমতাে উত্তর দাও : (ক) 'Horns of a Dilemma'-অর্থ কী ? (খ) বরং’-কোন্ পদ? (গ) অল’–পদান্তর করাে। (ঘ) সহজ’-এর বিপরীত শব্দের দ্বারা একটি বাক্য রচনা করাে। (ঙ) কুট', 'কূট'—অর্থের পার্থক্য দেখাও। 0 ২। সঠিক উত্তরে / টিক-চিহ্ন দাও ? (ক) ব্রজ মাস্টার প্রশ্নটির উত্তর (জানতেন/জানতেন না)। (খ) গোঁসাইগঞ্জ (আনন্দ/গন্ডগােল) করতে লাগল। (গ) ব্রজ মাস্টার হারানবাবুকে (ঠকাতে চাইলেন/ঠকাতে চাইলেন না)। (ঘ) ইংরেজিনবিস’-এর অর্থ (যিনি ইংরেজি জানেন/যিনি ইংরেজি জানেন না)। (ঙ) হারানবাবু প্রশ্নটির উত্তর (জানেন/জানেন না)। সই বিষয়ের ও​

Answers 1

Answer:

translation

Explanation:

The applause began. (Seven) Haran Master then said - Well, let's see, what does it mean— 'Hons of a Dilemma? Fortunately, the Braj Master was aware of the meaning of this insidious question. He sighed and said with a smile on his face - what does it mean to be in a dilemma? - Got it - got our master. Gonsaiganj started a loud noise. The leaders stopped them with great difficulty. Then it was Braj Master's turn to ask. The Braj Master stood up and said, "Shane Haranbabu, I don't want to ask a difficult question to you, but I will ask a simple one." In this area, suppose you and I have English whistle. I don't want to deceive you by asking the meaning of a hard word, well I ask the meaning of a very simple word, answer with a big yawn so that everyone in the two villages can hear. Well, let's see what it means: l don't know Haran Master said loudly- 'I don't know. [Master Mahasaya-Prabhatkumar Mukhaepadhyay). পড়ে Read the above passage and answer the following questions: Question: K01. Answer with instructions: (a) What is the meaning of 'Horns of a Dilemma'? (B) Rather, what are the terms? (C) All'-transfers. (D) Compose a sentence with the opposite of easy. (E) Koot ',' Koot' দেখা show the difference of meaning. 0 2. Correct answer / tick? (A) The answer to the Braj Master question (knew / did not know). (B) Gonsaiganj (Ananda / Gandgael) began to do. (C) Braj Master Haranbabu (wanted to cheat / did not want to cheat). (D) Meaning of Englishbis (one who knows English / one who does not know English). (E) Haranbabu answers the question (know / don't know). The subject of the signature

please mark me as brainliest please mark don't forget

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years