২০x১=২৫) ১.১ ‘নাইনটিন্থ সেঞ্চুরি ইন্ডিয়ান ফোটোগ্রাফি’ গ্রন্থের রচয়িতা হলেন- (ক) জন ওয়েভ । বিভাগ- ‘ক’১। সঠিক উত্তরটি নির্বাচন করাে: (খ) বিদ্যা দেহেজিয়া'(গ) সােফি গর্ডন (ঘ) আর জালাস নিকেল। ১.২ আধুনিক ভারতের । স্থাপত্যকর্মের সবচাইতে বড়াে শিল্পী ছিলেন – (ক) লরি বেকার (খ) চার্লস কোরিয়া (গ) । লা কোরবুজিয়ার (ঘ) বি. আর, নন্দ। ১.৩ °A nation in Making' গ্রন্থের রচয়িত (ক) মহাত্মা গান্ধী (খ) শিবনাথ শাস্ত্রী (গ) সুভাষচন্দ্র বসু (ঘ) সুরেন্দ্রনাথ হলেন বন্দ্যোপাধ্যায়। ১.৪ ‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটির পরিচালক কে ছিলেন? (ক) সতীত রায় (খ) মৃণাল সেন'(গদাদাসাহেব ফালকে (ঘ) তপন সিনহা। ১.৫ কমিটি অব পিরচিত ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন – (ক) জোনাথান ডানকান (খ) টমাস ব্যাবিংটন (গ। লর্ড ওয়েলেসলি (ঘ) হল্ট, ম্যাকেনজি। ১.৬ ‘নববিধান ব্রাহ্মসমাজ’ গঠন করেন - (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর (খ) কেশবচন্দ্র সেন (গ) রামমােহন রায় (ঘ) রাধাকান্ত দেব। ১.৭ বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকাটি হল- (ক) বেঙ্গল গেজেট (খ) সমাচার দর্পণ (গ) হিন্দু প্যাট্রিয়ট (ঘ) দিগদর্শন। ১.৮ বিজয়কৃষ্ণ গােস্বামী ব্রাহ্মধর্মে “আচার্য হিসেবে দীক্ষিত হন- (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭১ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে। ১.৯ ভারতবর্ষে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়- (ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে। ১.১০ ‘করিম শাহ কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন- (ক) ফরাজি আন্দোলন (খ) ওয়াহাবি আন্দোলন (গ) পাগলাপন্থী আন্দোলন (ঘ) চুয়াড় আন্দোলন। ১.১১ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ' নামে পরিচিত হন- (ক) দুর্জন সিং (খ) রানী শিরােমণি (গ) অচল সিং (ঘ) দেবী সিংহ​

Answers 1

এটা ইতিহাস সাবজেক্ট!!!!!

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years