আকবরের ধর্মনীতি মােগল-সাম্রাজ্যের শক্তি সুসংহত করার পক্ষে সহায়ক হয়েছিল। তার নিরপেক্ষ উধর্মনীতি ভারতের বিভিন্ন ধর্মাবলম্বী জনগণের মধ্যে ঐক্যবােধ সঞ্চারিত করে। অন্যদিকে এর ফলে রাজনীতির ক্ষেত্রে উগ্র উলেমা সম্প্রদায়ের প্রভাব হ্রাস পায় এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে সম্রাটের সময় প্রাধান্য স্থাপিত হয়।
Author:
jonásez1k
Rate an answer:
5