অভিযোগ পত্র কাকে বলে ? এই ধরনের পত্রের উদ্দেশ্য কী ?

Answers 2

Answer:

কোন আমলযোগ্য অপরাধের সংবাধ প্রাপ্তির পর বা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশ পাবার পর তদন্তকারী পুলিশ কর্মকর্তা অপরাধের তদন্ত শুরু করেন। উক্ত তদন্তের পর পুলিশ অফিসার ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারার বিধান অনুসারে আদালতে একটি প্রতিবেদন পেশ করেন। প্রাথমিকভাবে যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে আসামীর বিরুদ্ধে আদালতে যে প্রতিবেদন প্রদান করা হয় তাকে অভিযোগ পত্র বা চার্জশিট বলা হয়। অভিযোগপত্রে আসামীদের ও সাক্ষীদের নাম, ঠিকানা, অপরাধের প্রকৃতি, ধৃত ও পলাতক আসামীর সংখ্যা, আসামী অন্য আরো কোন মামলার সাথে জড়িত আছে কি না ইত্যাদির উল্লেখ থাকে। অর্থাৎ অভিযোগপত্রে মামলার সাথে আসামীকে জড়িয়ে বা আসামীর সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমান প্রদান করা হয়

Explanation:

Hope it will help you... please mark me as brainliest..

একটি অভিযোগ পত্র হল এক ধরণের চিঠি যা একটি পণ্য, পরিষেবা ইত্যাদি থেকে উদ্ভূত যে কোনও ধরণের ভুল কাজ, অপরাধ, অভিযোগ, বিরক্তি মোকাবেলা করার জন্য লেখা হয়।

Explanation:

  • একটি অভিযোগ চিঠি গুরুত্বপূর্ণ কারণ এটি:
  • কোম্পানির কাছে আপনার অভিযোগ রেকর্ড করুন।
  • এই পরিস্থিতিতে আপনার যে কোনো আইনি অধিকার সংরক্ষণ করতে সাহায্য করে।
  • নিশ্চিত করে যে কোম্পানি আপনার গল্পের দিকটি জানে।
  • আপনি যখন কোনো পরিষেবায় সন্তুষ্ট না হন, অথবা আপনার কোনো সমস্যা হয় যার সমাধান করা প্রয়োজন তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ পত্র লেখা হয়।
  • আপনি যাতে ভদ্রভাবে চিঠিটি লেখেন সেদিকে লক্ষ্য রাখুন।
  • একটি অভিযোগ পত্রের বিন্যাস একটি আনুষ্ঠানিক চিঠির বিন্যাস অনুসরণ করে।

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years