১/ তাহাকে রক্ষা না করিলে যে টেকে না। (অস্ত্যর্থক)২/ প্রত্যেক পূর্ণিমায় আমাকে সেখানে যেতে হয়। (নাস্তর্থক)৩/ আন্তরিক পরিশ্রম কি কখনও ব্যর্থ হয়? (অস্ত্যর্থক)​

Answers 1

Answer:

Share on Facebook Share on Twitter Share on LinkedIn Share via Messenger Share via Viber Share via WhatsApp

বাক্যের রূপান্তর বা বাক্য পরিবর্তনের পদ্ধতি :-

বিশেষভাবে মনে রাখতে হবে যে বাক্য পরিবর্তনে ভাষারীতি ও ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হবে না ।

(১) সরল বাক্য থেকে জটিল বা যৌগিক বাক্যে পরিবর্তনের কয়েকটি নিয়ম বা বৈশিষ্ট্য আছে । সেগুলি হল—

(ক) সরল বাক্যের অসমাপিকা ক্রিয়া যৌগিক ও জটিল বাক্যে সমাপিকা ক্রিয়ায় পরিণত হবে । যেমন —

* সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর —

(i) মন দিয়ে পড়লে পাস করবে (সরল বাক্য) । যদি মন দিয়ে পড়, তবে পাস করবে (জটিল বাক্য) ।

(ii) নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল (সরল বাক্য) । যখন নতুন মেসোকে দেখল তখন তপনের জ্ঞানচক্ষু খুলে গেল (জটিল বাক্য) ।

* সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তর —

(i) আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না (সরল বাক্য) । আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না (যৌগিক বাক্য) ।

(ii) ধনী হলেও তাঁর অহংকার নেই (সরল বাক্য) । তিনি ধনী ছিলেন, তবু তাঁর অহংকার নেই (যৌগিক বাক্য) ।

(২) জটিল বা যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তরের নিয়ম :-

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years