Explanation:
প্রিয় বন্ধু,
আশা করি সকলে কুশলে দিন যাপন করছ।অনেক দিন পর আজ চিঠি লিখতে বসলাম।আমাদের বিদ্যালয়ে পুরস্কার বিতরনীর সঙ্গে এক ভারি সুন্দর অনুষ্ঠান মঞ্চস্থ হল এই দিন কয়েক আগে।তারই বিষয় জানানোর বাসনায় তোমায় আজ লিখতে বসা।
প্রতি শীতে আমাদের স্কুলে বার্ষিক পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে।তবে বিগত একটি বছর মহামারীর কবলে গোটা বিশ্বে এমন দুর্দশার দরুন স্কুল খোলার অবকাশ কিংবা কোনো অনুষ্ঠানের সুযোগ হয়নি।এ বছরেও যে সম্পূর্ণ নিশ্চিন্তের তাও নয় তবে অবস্থার কিছু উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নিলেন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়া।এযাবৎ প্রায় এক বছরেরও বেশি অনলাইন মাধ্যমে সমস্ত ক্লাস ও পরীক্ষা নেওয়ার কারনে শিক্ষিকাদিগের যাওয়া আসার ধকল কমলেও পরিশ্রম বেড়েছে সকল ছাত্র ছাত্রীকে একত্র করে সমস্ত বিষয়ে তাদের অবগত করতে এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে পাঠ্যক্রম চালিয়ে নিয়ে যেতে।এই অক্লান্ত সহযোগিতার জন্য সকল শিক্ষিকা কে পুরস্কৃত করার এক অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন আমাদের প্রধানা।এই নতুন রূপে পঠন পাঠনে নিজেদের মানিয়ে নিয়েও ছাত্র ছাত্রীরা ভালো নম্বর পেয়ে পাশ করায় তাদের দেওয়া হয়েছে মেডেল ও প্রসংশাপত্র। এরই পাশাপাশি শিক্ষিকারা আমাদের নিয়ে অনুষ্ঠিত করেন গান, নাটক ও আবৃত্তি , এর জন্য এক মাসের ও বেশি চলেছে অনলাইন মহড়া।সাধারন সময় হলে তোমার কাছেও পৌছে যেত নিমন্ত্রনের চিঠি।
আজ এখানেই ইতি টানলাম।তুমিও চিঠি দিও।গুরুজনেদের প্রনাম ও ছোটদের ভালোবাসা জানিও
ইতি
তোমার অতি প্রিয় বন্ধু