সৃজনশীল প্রশ্ন ৬ : মা-মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। নে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে । বয়স মাত্র দশ । কিন্ত এ বয়সেই সবরকম কাজ করতে পারে সে। সবরকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথ বোবা মেয়েটিকে আশ্রয় দিয়েছেন । ক. বাণীকণ্ঠের আর্থিক অবস্থা কেমন? খ. "সে ভাষাবিশিষ্ট জীব"- কার সম্পর্কে কোন প্রসঙ্গে বলা হয়েছে? গ. উদ্দীপরেক মিনু "সুভা’ কোন চত্রিত্রের প্রতীক? ব্যখ্যা কর । ঘ. "উদ্দীপকের মিনুর সাথে "সুভা* গল্পের সুভার সাদৃশ্য থাকলেও সুভার জগতটি ভিন্ন ।" – উক্তিটি বিশ্লেষণ কর

Answers 2

Answer:

___________________________do jawab is line ke under

Explanation:

___________________________do jawab is line ke under

Answer:

সৃজনশীল প্রশ্ন ৬ : মা-মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। নে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে । বয়স মাত্র দশ । কিন্ত এ বয়সেই সবরকম কাজ করতে পারে সে। সবরকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথ বোবা মেয়েটিকে আশ্রয় দিয়েছেন ।

ক. বাণীকণ্ঠের আর্থিক অবস্থা কেমন?

খ. “সে ভাষাবিশিষ্ট জীব”- কার সম্পর্কে কোন প্রসঙ্গে বলা হয়েছে?

গ. উদ্দীপরেক মিনু “সুভা’ কোন চত্রিত্রের প্রতীক? ব্যখ্যা কর ।

ঘ. “উদ্দীপকের মিনুর সাথে “সুভা* গল্পের সুভার সাদৃশ্য থাকলেও সুভার জগতটি ভিন্ন ।” – উক্তিটি বিশ্লেষণ কর।

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years