বিশেষ্য পদ কাকে বলে​

Answers 2

Answer:

যে পদের দ্বারা কোনো বস্তু, প্রাণী, শ্রেণি, সমষ্টি, ভাব, কাজ ইত‍্যাদির নাম বোঝানো হয় তাকে বিশেষ‍্য বলে। এক কথায় বলা যায়: যে পদের দ্বারা যে কোনো কিছুর নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। উদাহরণ: রাম(ব‍্যক্তি), মাটি(বস্তু), কলকাতা(স্থান), ডাক্তার(শ্রেণি), লজ্জা(ভাব), খাওয়া(কাজ) ইত‍্যাদি।

যে সমস্ত শব্দের মাধ্যমে ব্যাক্তি,বস্তু,স্থান,জাতি,পশু প্রভৃতির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে।

উদাহরণ:

রানা, ভারতবর্ষ, কলকাতা, প্রভৃতি।

বাক্যে প্রয়োগ:

  • রানা আমার ভালো বন্ধু।

  • আমার দেশের নাম ভারতবর্ষ।

  • কলকাতা আমার প্রিয় শহর।

বিশেষ্য পদের শ্রেণীবিভাগ:

বিশেষ্য পদ কে পাঁচ ভাগে ভাগ করা হয়, যথা-

  • সংজ্ঞাবাচক বিশেষ্য
  • শ্রেনিবাচক বিশেষ্য
  • ভাববাচক বিশেষ্য
  • ক্রিয়াবাচক বিশেষ্য
  • সমষ্টিবাচক বিশেষ্য

#SPJ3

If you know the answer add it here!

Can't find the answer?

Log in with Google

or

Forgot your password?

I don't have an account, and I want to Register

Choose a language and a region
How much to ban the user?
1 hour 1 day 100 years